
ফকিরহাটে গভীর রাতে গাভীন গরু চুরি, বাচ্চা প্রসবের আগেই নিখোঁজ!
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলায় আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। এবার চোরেরা নিশানা করেছে একটি গাভীন গরুকে, যার বাচ্চা প্রসব হওয়ার কথা ছিল মাত্র ২৫ দিনের মধ্যে।
ঘটনাটি ঘটেছে পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া গ্রামে। মৃত অরুন মিত্রের ছেলে এবং স্থানীয় পোষ্ট অফিসের কর্মী তাপস মিত্র জানান, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গিয়ে দেখেন তার গোয়ালঘর ফাঁকা—সবচেয়ে মূল্যবান গাভীন গরুটি নিখোঁজ!
তাপস মিত্র বলেন, “রাত আনুমানিক ৩টার দিকে প্রতিবেশীদের চিৎকারে উঠে দেখি, গরু নেই। চোরেরা পাশের বাড়ির দিকেও গরু চুরির চেষ্টা করেছিল। তখন গ্রামবাসীর ধাওয়ায় তারা পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়।”
গরুটির বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানান তিনি।
এ ঘটনায় এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
⚠️ এটাই প্রথম নয়!
এই ঘটনার কয়েকদিন আগেই একই ইউনিয়নের সাধের সাধুর বটতলা এলাকায় জলিল মল্লিকের গোয়ালঘর থেকে দুটি গরু, জাড়িয়া মাইট কুমরা গ্রামের আবুল বাসার বিশ্বাসের দুটি এবং বছির উদ্দিনের খামার থেকেও দুটি গরু চুরির ঘটনা ঘটে।
গ্রামের মানুষের অভিযোগ, পুলিশি তৎপরতা না থাকায় গরু চুরি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
📌 স্থানীয়দের দাবি:
🔹 রাতের টহল জোরদার করতে হবে
🔹 চোর চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে
🔹 গরু চুরির ঘটনায় দ্রুত মামলা ও তদন্ত শুরু করতে হবে