
পিআর পদ্ধতি না হলে নির্বাচনে অংশ নেবে না জামায়াত, বাগেরহাটে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি তুলে ধরে বাগেরহাটে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলা ও পৌরসভার জামায়াতের আয়োজনে দশানি ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দশানি মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক রাহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বলেন, দেশের জনগণ এখন একটি ন্যায্য ও সুষ্ঠু নির্বাচন চায়, যেখানে সকল রাজনৈতিক দলের সমান সুযোগ থাকবে। প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন তারা। জামায়াতের নেতাদের হুঁশিয়ারি— এই পদ্ধতি ছাড়া নির্বাচনে কোনোভাবেই অংশ নেবে না তারা।
🔴 জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি হলো:
-
জুলাই ঘোষিত জাতীয় সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
-
জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতির কার্যকর বাস্তবায়ন।
-
সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
-
সরকারের দমন-পীড়ন, হত্যা-নির্যাতন ও দুর্নীতির দৃশ্যমান বিচার।
-
জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা।
নেতারা আরও বলেন, এই পাঁচ দফা দাবির ভিত্তিতেই তারা ভবিষ্যতের রাজনীতিতে সিদ্ধান্ত নেবে। দাবি আদায় না হলে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং সরকারকে কোনোভাবে সহযোগিতা করবে না।
🗓️ জেলার অন্যান্য এলাকাতেও বিক্ষোভ:
একই দাবিতে জেলার মোরেলগঞ্জ, কচুয়া, মোংলা, ফকিরহাটসহ বিভিন্ন উপজেলাতেও জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ ও গণজমায়েত করেন।