
রিমান্ডে থাকা যুবকের রহস্যজনক মৃত্যু: বাগেরহাট হাসপাতালে শেষ নিশ্বাস
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে পুলিশের রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, সকাল ৭টা ৩০ মিনিটের দিকে পুলিশ মোজাফফরকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সকাল ৮টায়।
মোজাফফর বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা এলাকার বাসিন্দা, তার বাবার নাম আব্দুল ওহাব।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনায় সন্দেহে মোজাফফরসহ চারজনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে ২৫ সেপ্টেম্বর পুলিশ তাদের একদিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। রিমান্ডের সময় সদর থানায় থাকাকালে মোজাফফর অসুস্থ হয়ে পড়েন বলে জানায় অন্য আসামিরা।
পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশ সকাল সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. এসকে সোহেলুর রহমান জানান, ইসিজি করার পর জানা যায় রোগী মারাত্মক হার্ট অ্যাটাক করেছেন। খুলনায় স্থানান্তরের প্রস্তুতির মাঝেই তিনি মৃত্যুবরণ করেন।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত তার কোনো স্বজন হাসপাতালে আসেননি।
বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, মোজাফফরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত চলছে এবং ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন।