Logo
table-post
হাইকোর্টের রুল: বাগেরহাট-১ আসন পুনর্বিন্যাস নিয়ে ইসিকে ১০ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ
01/01/1970 12:00:00

শেখ শাহিনুর ইসলাম শাহিন,মোল্লাহাট 
বাগেরহাট-১ আসন (মোল্লাহাট-ফকিরহাট-চিতলমারী) কেন পুনর্বহাল হবে না—সে বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) আগামী ১০ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত রুল জারি করেন হাইকোর্ট।

উল্লেখ্য, বাংলাদেশ সংসদীয় আসন ৯৫-বাগেরহাট-১ মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী উপজেলা নিয়ে গঠিত। তবে সম্প্রতি ইসি আসন পুনর্বিন্যাসের মাধ্যমে ফকিরহাটকে ৬০ কিলোমিটার দূরের মংলা ও রামপালের সঙ্গে এবং মোল্লাহাটকে ৫০ কিলোমিটার দূরের বাগেরহাট সদর উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করে। এতে করে দীর্ঘদিনের এ আসনের ভৌগোলিক ও সামাজিক কাঠামো ভেঙে যায় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, ইসির এ সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক, অনভিপ্রেত ও হয়রানিমূলক। এর প্রতিবাদে বাগেরহাট-১ আসন এলাকার সর্বস্তরের মানুষ আন্দোলন, হরতালসহ নানান কর্মসূচি পালন করে আসছে।

এ প্রসঙ্গে এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, "বাগেরহাট-১ আসনের সীমানা পরিবর্তন করে মানুষকে হয়রানি করা হচ্ছে। এ সিদ্ধান্ত গণমানুষের স্বার্থবিরোধী। আমরা ন্যায়বিচারের জন্য আদালতের শরণাপন্ন হয়েছি।"

হাইকোর্টের এ রুল জারির মাধ্যমে এখন নির্বাচন কমিশনকে তাদের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে। আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে ইসির জবাব আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

@bagerhat24.com