
মোরেলগঞ্জে দুর্নীতির খবর প্রকাশে ক্ষিপ্ত হিসাব রক্ষক, সাংবাদিক লাঞ্ছিত করে ক্যামেরা ছিনতাই!
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক রেজোয়ান মাতুব্বর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, তারা পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং দীর্ঘক্ষণ কক্ষে অবরুদ্ধ করে রাখে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় সাংবাদিক গনেশ পাল (দৈনিক জনকণ্ঠ), শামীম আহসান মল্লিক (দৈনিক ভোরের দর্পণ) ও এম. পলাশ শরীফ (প্রতিদিনের বাংলাদেশ) হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত অনুসন্ধান করতে গেলে এ হামলার শিকার হন।
হাসপাতালের এক গৃহশিক্ষকের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা হিসাব রক্ষক রেজোয়ান মাতুব্বরের কক্ষে গেলে তিনি সেখানে না থাকায় তারা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে যান। এসময় রেজোয়ান, তার মেয়ে মরিয়ম আক্তার এবং ৭-৮ জন বহিরাগত পরিকল্পিতভাবে সেখানে ঢুকে তিন সাংবাদিকের ওপর চড়াও হন। একপর্যায়ে গালিগালাজ, ধাক্কাধাক্কি, টানাহেঁচড়া ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে তারা সাংবাদিকদের ওই রুমেই অবরুদ্ধ করে রাখে।
সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহকে ফোনে বিষয়টি জানালে তিনি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে।
ঘটনার পর ২৩ সেপ্টেম্বর রাতে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গনেশ পাল বাদী হয়ে রেজোয়ান মাতুব্বরসহ ৩ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং ১৬/২৩.৯.২০২৫)।
তবে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে রেজোয়ান মাতুব্বরের মেয়ে মরিয়ম আক্তার তিন সাংবাদিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে পাল্টা মামলা দায়ের করেন (মামলা নং ১৫/২১.৯.২০২৫), যা সাংবাদিক মহলে ‘ষড়যন্ত্রমূলক’ ও ‘মিথ্যা’ বলে নিন্দিত হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন মোরেলগঞ্জ হাসপাতালে কর্মরত হিসাব রক্ষক রেজোয়ান মাতুব্বরের বিরুদ্ধে আউটসোর্সিং পদে তার মেয়েকে চাকরিতে নিয়োগসহ নানাবিধ দুর্নীতির অভিযোগ রয়েছে। এ নিয়ে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং দোষীদের শাস্তি দাবি করেছেন।