Logo
table-post
রামপালে ২০ টি গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা
01/01/1970 12:00:00

এম,এ সবুর রানা, রামপাল 

রামপালে ২০ টি গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা করে উদযাপন অনুষ্ঠান করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি ২০ টি গ্রামের নাম উল্লেখ করে গ্রামগুলোকে পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে ঘোষণা দেওযার মধ্য দিয়ে এ উদযাপন অনুষ্ঠান পালন করা হয়। ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে ও পরিবেশ বান্ধব গ্রাম উন্নয়ন কমিটির সহযোগীতায় পরিবেশ বান্ধব গ্রামগুলো হলো,

কাকড়াবুনিয়া, কিসমত ঝনঝনিয়া, তালবুনিয়া, বড়দিয়া, কিসমত চন্ডীতলা, শ্রীধামখালি, বেলাই, ভেকটমারি, কালেখারবেড়, বড়দুর্গাপুর, চকগোনা, গোনাবেলাই, বাশেরহুলা, পিপুলবুনিয়া, ভাগা, বেতকাটা, সুলতানিয়া, গজগজিয়া, গাজীখালি।

অনুষ্ঠানে এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওয়ার্ল্ড ভিশন রামপাল অফিসের কো-অর্ডিনেশন ও সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, হেল্থ ও নিউট্রিশন স্পেশালিষ্ট সুবা তালফা, লাইভলিহুড স্পেশালিষ্ট সৈয়দ ইস্তিয়াক, প্রেসক্লাব রামপালের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, মো. মাহাবুবুর রহমান, নিপা সরকার, শিউলি কস্তা, ইশিতা বৈরাগী, পার্থ সারথি দেব, রাফায়েল রায়, পল্টন বিশ্বাস, মৃদুলা সরকার, প্রতিমা মন্ডল প্রমুখ।

@bagerhat24.com