Logo
table-post
রামপালে পুজা উদযাপন পরিষদের সাথে প্রশাসনের মতবিনিময়
01/01/1970 12:00:00

এম, এ সবুর রানা

আসন্ন শারদীয়া দূর্গা পূজা পালনে আইনশৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রামপাল পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাথে উপজেলা প্রশাসনের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠান অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মেহেদী, এসিল্যান্ড মো. আফতাব উদ্দিন, রামপাল উপজেলা পিআইও মো. মতিউর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আসাদুজ্জামান, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অজয় কুমার, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মল্লিক মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক সুজন মজুমদার। সভায় প্রত্যেক পূজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন ও বিজয়া দশমী উদযাপন শেষে প্রতিমা বিসর্জনের ব্যাবস্থা গ্রহণে অনুরোধ করা হয়।

পাশাপাশি পূজা নির্বিঘ্ন করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগীতা কামনা করেন, ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মেহেদী। তিনি যে কোন প্রয়োজনে পূজা উদযাপনে পাশে থেকে সহযোগীর ঘোষনা দেন। পূজা উদযাপন পরিষদ সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন।

@bagerhat24.com