
সিকদারবাড়িতে এবারও থমকে রইলো দুর্গোৎসব, জমকালো পূজার ঐতিহ্যে ছন্দপতন
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
সিকদারবাড়িতে দুর্গাপূজার সূচনা হয়েছিল ২০১১ সালে, এক অনন্য নজির স্থাপন করে ২৫১টি প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে। এরপর প্রতি বছর পূজায় যোগ হতো নতুন মাত্রা, নতুন প্রতিমা, আর বাহারি আয়োজন। ২০১৯ সালে সর্বোচ্চ ৮০১টি প্রতিমা দিয়ে রেকর্ড গড়েছিল এই মণ্ডপটি।
করোনাকালে সীমিত আয়োজনে হলেও, ২০২৩ সালে আবারও জাঁকজমকপূর্ণভাবে পূজা উদযাপন হয়েছিল ৫০১টি প্রতিমা দিয়ে। প্রতিমার নান্দনিক রূপ, আলোকসজ্জা, ঢাক-ঢোল ও ধুনুচি নৃত্যে মুখর থাকত সিকদারবাড়ি প্রাঙ্গণ। উৎসবকে ঘিরে জমে উঠত লোকজ মেলা, আর ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলা।
তবে সেই প্রাণবন্ত পরিবেশে এবারও থাকছে না কোনো উৎসব। আয়োজক পরিবারের সদস্য লিটন সিকদার জানান, “২০২৪ সালের জুলাই মাসে দেশের রাজনৈতিক অস্থিরতায় বহু প্রাণহানি ঘটে, সেই ঘটনার আবেগ থেকেই গত বছর পূজা হয়নি। আর এ বছর পারিবারিক কিছু সমস্যার কারণে আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।”
অন্যদিকে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মোহনলাল হালদার জানিয়েছেন, “সিকদারবাড়িতে পূজা না হলেও, বাগেরহাট জেলার ৬০৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে। এ বছর মা দুর্গা গজে চড়ে আগমন করবেন ও দোলায় চড়ে বিদায় নেবেন। বিশ্ববাসীর শান্তির জন্য প্রার্থনা করছি।”
সিকদারবাড়ির পূজা না হলেও, স্থানীয়দের মাঝে এখনো রয়ে গেছে সেই স্মৃতি, সেই জৌলুস। তারা অপেক্ষায় আছেন, কবে আবার ফিরবে সেই প্রাচুর্যময় উৎসব—যা মাটির প্রতিমায় ভক্তির সঙ্গে জাগিয়ে তুলত সম্প্রীতির দীপ্ত আলো।