Logo
table-post
বাগেরহাটে খেলাফত মজলিসের ৬ দফা দাবিতে উত্তাল বিক্ষোভ
01/01/1970 12:00:00

                 ধর্মীয় শিক্ষক নিয়োগসহ গুরুত্বপূ

স্টাফ রিপোর্টার

শুক্রবার জুমার নামাজের পর বাগেরহাট শহরের মিঠাপুকুরপাড় জামে মসজিদের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে খেলাফত মজলিস। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিঠাপুকুরপাড় মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা আমিরুল আলম সিদ্দিকি। তার সঙ্গে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ডা. মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মোহাম্মাদুল্লাহ আরেফি ও সহ-সেক্রেটারি বালী নাছের ইকবালসহ আরও অনেকে।

নেতারা সমাবেশে বলেন, “দেশে ধর্মীয় শিক্ষার গুরুত্ব আজ উপেক্ষিত। প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। সেই সঙ্গে ভোটের পদ্ধতিতে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা চালু করা প্রয়োজন।”

তাদের ৬ দফা দাবিগুলো হলো:

  1. জুলাই সনদের আইনি স্বীকৃতি প্রদান।

  2. প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করা।

  3. প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন।

  4. আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের অপরাধের প্রকাশ্য বিচার।

  5. আওয়ামী ঘরানার রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা।

  6. সবার জন্য সমান সুযোগসহ নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা।

বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির দিকে যাবে খেলাফত মজলিস।

র্ন দাবি

@bagerhat24.com