
ফকিরহাটের কাটাখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ডে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শাখার সভাপতি মাস্টার এস এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও খুলনা অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাও: মশিউর রহমান খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা আমীর মাও: রেজাউল করিম।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নায়েবে আমীর অ্যাড: শেখ আব্দুল ওয়াদুদ।
উপজেলা শাখার সেক্রেটারি মো: ইনছানুর রহমান এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মংলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: গোলাম রসুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মো: আজিজুর রহমান, ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাও: আবুল কাশেম, ফকিরহাট উপজেলা শাখার উপদেষ্টা ও সদস্য মাও: এ.বি.এম তৈয়বুর রহমান ও উপজেলা শাখার সহকারী সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম প্রমুখ।