
চিতলমারীতে পুকুরে গোসলে নেমে মৃত্যু দাদা-নাতির, আনন্দভ্রমণ রূপ নিল বিষাদে
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে মারা গেল ৯ বছর বয়সী এক শিশু, আর তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন তার ৮০ বছর বয়সী দাদাও।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় বসবাসকারী নূর কাদের মোল্লা (৯) ছুটিতে তার দাদাবাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে শিবপুর গ্রামের নিজ বাড়ির পুকুরে গোসল করতে নামে সে। কিছুক্ষণের মধ্যে সে পানিতে হাবুডুবু খেতে থাকে।
দূর থেকে বিষয়টি লক্ষ্য করেন তার দাদা, শাহজাহান মোল্লা (৮০)। প্রাণপণে নাতিকে রক্ষা করতে পুকুরে ঝাঁপ দেন তিনি। দুর্ভাগ্যজনকভাবে, তিনিও পানিতে ডুবে যান।
স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের দুজনকেই পানি থেকে টেনে তোলে এবং চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
🕯️ নিহতদের পরিচয়
নিহত শিশু নূর কাদের মোল্লা উত্তর শিবপুর গ্রামের নূর জামানের পুত্র এবং শাহজাহান মোল্লা তার দাদা।
চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল জানান,
“স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কবরস্থানে তাদের দাফনের প্রস্তুতি চলছে।”
📝 সতর্কতার অভাবে মূল্যবান প্রাণহানি
এই মর্মান্তিক দুর্ঘটনা স্মরণ করিয়ে দেয় শিশুদের সুরক্ষা ও পুকুরপাড়ে সচেতনতার গুরুত্ব। পরিবার ও সমাজকে হতে হবে আরও সতর্ক ও দায়িত্বশীল।