Logo
table-post
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদরাসায় নির্বাচন সম্পন্ন
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদরাসার অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. রেজাউল করিম ১২১ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মালেক সুমন পেয়েছেন ৪৭ ভোট। অপর প্রার্থী মইনুল ইসলাম পেয়েছেন ৪৪ ভোট। বৃহস্পতিবার বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

এবারের ভোটে মোট ভোটার ছিলেন ৪৪৬ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২১৪ জন অভিভাবক। এর মধ্যে ১টি ভোট বাতিল ও ১টি ভোট বিনষ্ট হয়েছে। ভোট গণনা শেষে বিকেল ৫টার দিকে প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ভোটের ফলাফল ঘোষণা করেন। মাদসার অধ্যক্ষ ড. মো. রুহুল আমীনসহ সকল প্রার্থী, মাদরাসার অন্যান্য শিক্ষক ও স্থানীয় লোকজন এ সময় উপস্থিত ছিলেন। 

@bagerhat24.com