Logo
table-post
রামপালে টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন সভা
01/01/1970 12:00:00

এম,এ সবুর রানা,রামপাল

রামপালে টাইফয়েড টিকাদান বিষয়ক এক ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুকান্ত কুমার পালের সভাপতিত্বে ক্যাম্পেইন সভায় প্রধান অথিতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসি।

বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, ইপিআই টেকনিশিয়ান কমলেশ কান্ত দাশ, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।

সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার জানান, জাতীয় পর্যায়ে সারাদেশের মত এ উপজেলার ২৯ হাজার ২৭ জন শিশু ও কিশোরকে বিনামূল্য টাইফয়েড টিকা প্রদান করা হবে। আগামী মাসের ১২ অক্টোবর থেকে এ টিকাদান ক্যাম্পেইন শুরু করা হবে।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ধর্মীয় নেতা, সাংবাদিক ও সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন। টিকা প্রদান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

@bagerhat24.com