
রামপালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা ওপরিচ্ছন্নতা অভিযান
01/01/1970 12:00:00এম,এ সবুর রানা,রামপাল
রামপালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে এক সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় ব্র্যাক এর অধীনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পরিচালিত কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুকান্ত কুমার পাল, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, ব্রাক এর জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা তন্ময় সাহা, প্রোগ্রাম কর্মকর্তা বাসুদেব নন্দী, সিডিপি'র মো. সিরাজুল ইসলাম, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনেরা। সবাই সচেতন হলে ডেংগু প্রতিরোধ করা সম্ভব বলে মত প্রকাশ করেন কর্মকর্তারা।