
ফকিরহাটে মহাসড়কে প্রাণ গেল সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার, এলাকাজুড়ে শোকের ছায়া
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোঃ জাবের হোসেন পাড় (২২)। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাঁধাল বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জাবের হোসেন পাড় নিজ গ্রামের বাড়ি শ্যামবাগাত থেকে মাহেন্দ্র চালিয়ে পিরোজপুর যাচ্ছিলেন ইলিশ মাছ আনতে। বাঁধাল বাজার পার হওয়ার সময় হঠাৎই তার মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জাবের পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামের শের আলী পাড়ের ছোট ছেলে। তরুণ বয়সেই তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছিলেন এবং স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে শত শত মানুষ তাকে শেষবার দেখার জন্য ভিড় করেন।
জানাজা নামাজ মঙ্গলবার দুপুরে শ্যামবাগাত গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাবেরের অকাল মৃত্যুতে তার সহযোদ্ধা, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোক ও শূন্যতা বিরাজ করছে।