
বাগেরহাটে গাঙচিলের সুবর্ণজয়ন্তী উদযাপনে সাহিত্যিকদের মিলনমেলা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য আলোচনা সভা, প্রাণবন্ত সাহিত্য আড্ডা ও উৎসবমুখর কেক কাটার আয়োজন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এ আয়োজন সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের স্থায়ী সদস্য আমাতুল হাফিজ, নির্বাহী সভাপতি মোঃ মুহিতুর রহমান, সহ-সভাপতি আরিফুল ইসলাম ও নার্গিস আক্তার লুনা। এছাড়াও উপস্থিত ছিলেন সদর শাখার সভাপতি কবি ইকবাল হোসেন লাভলু, জেলা শাখার অর্থ সম্পাদক হেনা চৌধুরী, সংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক সোহাগ হাওলাদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পারভেজ তরফদার এবং নির্বাহী সদস্য ইমরান কবির রোমেল, এনামুল হক, সুলতানা জাহান মায়া, মোঃ ওমর আলী, নকীব মিজানুর রহমান, মোঃ মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত সাহিত্য আড্ডা, যেখানে স্থানীয় লেখক, কবি ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ অংশে একটি কেক কেটে সংগঠনের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। এই আয়োজনে বাগেরহাটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হয়।