Logo
table-post
বাগেরহাটের চারটি সংসদীয় আসন রাখার দাবিতে হাইকোর্টের রুল, ইসির গেজেট চ্যালেঞ্জে উত্তাল জনমত
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে হাইকোর্টে রিট দায়েরের প্রেক্ষিতে আদালত রুল জারি করেছেন। এই রুলে প্রশ্ন তোলা হয়েছে, কেন বাগেরহাটে ৪টি আসন বহাল রাখতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হবে না, এবং কেন নির্বাচন কমিশনের ৪টি আসন থেকে কমিয়ে ৩টি করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হবে না।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর), বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালত নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন।

রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন। বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জেলা ট্রাক মালিক সমিতির পক্ষে এই রিটটি করা হয়।

এছাড়াও চিতলমারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুজিবর রহমান শামীমের পক্ষে আলাদা দুটি রিট আবেদন করেন আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল। সর্বদলীয় সম্মিলিত কমিটির মতে, আরও কয়েকটি রিট আসতে পারে।

বাগেরহাট জেলা বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন বলেন, “আমরা গণদাবির ভিত্তিতে রিট করেছি, আদালত বিষয়টি শুনেছেন এবং ১০ দিনের রুল জারি করেছেন। আশা করছি, আদালত ন্যায্যতা নিশ্চিত করবেন এবং আমাদের চারটি আসন আগের মতই থাকবে।”

উল্লেখ্য, ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি বাদ দিয়ে তিনটি আসন রাখার প্রস্তাব দেয়। এর প্রতিবাদে বাগেরহাটে শুরু হয় ব্যাপক জনমত ও আন্দোলন। নাগরিকরা ইসির শুনানিতে অংশ নিয়ে চারটি আসন রাখার দাবি জানান। কিন্তু ৪ সেপ্টেম্বর কমিশন সীমানা কিছুটা পরিবর্তন করে চূড়ান্ত গেজেটে তিনটি আসনের অনুমোদন দেয়, যা স্থানীয়দের মতে গণচাহিদার প্রতি অবজ্ঞা।

বর্তমান আসনের বিন্যাস:

  • বাগেরহাট-১: বাগেরহাট সদর, চিতলমারী, মোল্লাহাট

  • বাগেরহাট-২: ফকিরহাট, রামপাল, মোংলা

  • বাগেরহাট-৩: কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা

পূর্বের আসন বিন্যাস ছিল:

  • বাগেরহাট-১: চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট

  • বাগেরহাট-২: বাগেরহাট সদর, কচুয়া

  • বাগেরহাট-৩: রামপাল, মোংলা

  • বাগেরহাট-৪: মোরেলগঞ্জ, শরণখোলা

সর্বদলীয় নেতাদের ভাষ্য, এই গেজেট বাস্তবতা ও জনদাবিকে উপেক্ষা করেছে। তাই এর বৈধতা চ্যালেঞ্জ করতে বাধ্য হয়েছেন তারা।

@bagerhat24.com