
৪০০ বছরের পুরোনো জমিদার বাড়িতে প্রত্নতাত্ত্বিক অভিযান শুরু
01/01/1970 12:00:00কচুয়ায় ইতিহাসের নতুন জানালা উন্মোচন
শুভংকর দাস বাচ্চু,কচুয়া
বাগেরহাটের কচুয়ায় ইতিহাসের এক নব অধ্যায় উন্মোচিত হলো। মঘিয়া ইউনিয়নের প্রায় ৪০০ বছর প্রাচীন জমিদার বাড়ির কালিমন্দির প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ২০২৫-২৬ অর্থবছরের প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান। আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক কার্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা-বরিশালের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা জানান, কচুয়া উপজেলার ৭টি ইউনিয়নে প্রাথমিক পর্যায়ের জরিপ ও অনুসন্ধানের মাধ্যমে মোট ১৯টি পুরাকীর্তির সন্ধান পাওয়া গেছে। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে যথাযথভাবে চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। একইসাথে এসব স্থানের উন্নয়ন প্রকল্পে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব মূল্যায়ন করাও অন্যতম লক্ষ্য।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অনুসন্ধান কেবল ইতিহাস সংরক্ষণই নয়, বরং পর্যটন ও শিক্ষা ক্ষেত্রেও কচুয়াকে নতুনভাবে পরিচিত করতে সহায়ক হবে।