
মোরেলগঞ্জে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ সংবাদদাতা
বাগেরহাটে চারটি আসন পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা উপজেলা নির্বাচন অফিসের সামনে কর্মসুচি পালন করে । মঙ্গলবার সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ কর্মসূচি চলে । কর্মসূচি চলাকালীন নেতাকর্মীরা অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এসময় পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুবদল নেতা ফারুক হোসেন সামাদ সহ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তরা বলেন, অনতিবিলম্বে বাগেরহাটের ৪টি আসন ফিরিয়ে দিতে হবে। সিইসির অবৈধ সিদ্বান্ত কোন অবস্থায় মেনে নেয়া হবে।
মঙ্গলবার ও বুধবার অর্ধদিবস হরতালের ডাক দেয়া হলেও সামনে দুর্গাপূজা ও জনদুর্ভোগ লাঘবে শিথিল করে শুধু নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয় ।
এদিকে বাগেরহাটের চারটি আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটবাসীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দুটি রিট পিটিশন দাখিল করা হয়েছে।