
মোরেলগঞ্জে ইয়াবাসহ দুজন আটক
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ সংবাদদাতা
মোরেলগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে বারইখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হল,
আব্দুর রহিম বয়াতীর ছেলে গিয়াস উদ্দিন বয়াতী(৩২) ও আব্দুল হালিম বয়াতীর স্ত্রী নাজমা বেগমকে(৪৭)। তারা সম্পর্কে জামাই-শাশুড়ী।
থানার ওসি মো. মতলুবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নাজমা বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় গিয়াস বয়াতীও ওই ঘরে ছিলো। তাদের নিকট থেকে পুলিশ ৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় মাদক আইনে মামলার হয়েছে।