Logo
table-post
ফকিরহাটের শতবছরের ঐতিহ্যবাহী পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের একমাত্র একাডেমিক ভবন পরিত্যাক্ত ঘোষনা
01/01/1970 12:00:00

পি কে অলোক,ফকিরহাট
ফকিরহাটের শতবছরের ঐতিহ্যবাহী পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের একমাত্র একাডেমিক ভবনটির প্লাষ্টার খসেপড়ে শিক্ষক ও শিক্ষার্থীরা মারাত্বক আহত হওয়ায় ভনটি এখন পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে। ফলে ৫শতাধিক শিক্ষার্থীর লেখা-পড়া করা এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে। অতিদ্রুত শতবছরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিতে নতুন একটি একাডেমিক ভবন নির্মাণ করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। 


জানা গেছে, ১৯৩৩সালে বিদ্যালয়টি প্রতিষ্টা করার পর হতে বিদ্যালয়টি শিক্ষাসহ নানা ক্ষেত্রে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্টাত্ব অর্জন করে। সেই হিসাবে বিদ্যালয়টি তাদের দীর্ঘদিনের সুনাম অক্ষুন্ন রাখে। এমতঅব্যস্থায় ১৯৯৪সালে তৎকালিন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর একতলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণ করেন। যে ভবনটি তৎকালীন পরাষ্ট্রমন্ত্রী মরহুম এস এম মুস্তাফিজুর রহমান এটির শুভ উদ্ভোধন করেন। সেই হতে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর শতশত শিক্ষার্থীরা এই ভবনে তাদের লেখা-পড়ার কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু পুরাতন এই ভবনটির উপরী অংশের প্লাষ্টার খসেপড়ে অনেক ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা আহত হচ্ছে। শুধু তাই নয়, ক্লাস চালাকালীন সময়ে প্লাষ্টার খসে পড়ে বেশ কয়েকজন শিক্ষক ও সাধারন শিক্ষার্থীরা মারাত্বক ভাবে আহত হয়েছেন। 

 


১০ শ্রেণীর শিক্ষার্থী মোঃ ওমর ফারুক ও ৯ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ ইকবাল হোসেনসহ একাধিক শিক্ষার্থীরা জানান, ১৯৯৪ সালে এই বিদ্যালয়ে ফ্যাসিলিটিজ ডির্পাটমেন্ট একটি একতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করার পর হতে আর কোনদিন এটি মেরামত বা সংস্কার করা হয়নী বলে তারা শুনেছে। সেই ভবনটি এখন চরম ঝুকিপূর্ণ ও জরাজীর্ণ হওয়ায় তা এখন পরিত্যাক্ত ঘোষনা করা হয়। আর পরিত্যাক্ত ঘোষনা করার পর হতে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর শতশত শিক্ষার্থীরা ১৯৪৭সালে নির্মিত অন্য একটি ভবনে গাদাগাদি করে তাদের লেখা-পড়ার কাজ পরিচালনা করছে, যা অত্যান্ত অমানবিক।

 

তারা বলছে আগের পরিত্যাক্ত ঐ ভবনের চারটি কক্ষে তারা খোলামেলা ভাবে ক্লাস করতো, এখন সেই ছাত্রছাত্রীরা গাদাগাদি করে পুরাতন অন্য একটি রুমে ক্লাস করতে তাদের সিমাহীন সমস্যার সৃষ্টি হচ্ছে। 


বিদ্যালয় সুত্রে জানা গেছে, প্রায় শতবছরের ঐতিহ্যবাহী পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের একমাত্র একাডেমিক ভবনটির প্লাষ্টার খসেপড়ে শিক্ষক ও শিক্ষার্থীরা মারাত্বক ভাবে আহত হওয়ায় ভনটি স্থানীয় সরকার বিভাগ সেটি ঝুকিপূর্ণ পরিক্ষা করে তা পরিত্যাক্ত ঘোষনা করেন। পরিত্যাক্ত ঘোষনা করার পর বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসক এর মাধ্যমে গত ১৮আগষ্ট-২০২৫ইং তারিখে প্রধান প্রকৌশলী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর শিক্ষা ভবন ঢাকায় ১টি আবেদন করেছেন।

 

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, একমাত্র একাডেমিক ভবনটি ঝুকিপূর্ণ হওয়ায় সেটি পরিত্যাক্ত ঘোষনা করা হয়। এর পর ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর শতশত শিক্ষার্থীদের ১৯৪৭সালে নির্মিত অন্য একটি ভবনে গাদাগাদি করে তাদের লেখা-পড়ার কাজ পরিচালনা করা হচ্ছে, যা অত্যান্ত অমানবিক।

তিনি আরো বলেন, আমরা নতুন একটি একাডেমিক ভবনের জন্য মামনীয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে শিক্ষা মন্ত্রনালয় ও জেলা প্রকৌশলীর মাধ্যমে মাননীয় প্রধান প্রকৌশলী ঢাকার কাছে ১টি আবেদন করেছি। তাঁরা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
 

@bagerhat24.com