Logo
table-post
বাগেরহাটে তিন দিনের হরতাল, মহাসড়ক বন্ধ থাকলেও খোলা থাকবে ব্যবসা প্রতিষ্ঠান
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে তিন দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটি। তবে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে হরতালের আওতা আংশিক সীমিত করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী:

  • সোমবার (১৫ সেপ্টেম্বর): সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা

  • মঙ্গলবার ও বুধবার: সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কার্যকর থাকবে।

তবে এ হরতালের মধ্যে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং কাঁচাবাজার খোলা থাকবে। শহরের রাস্তায় রিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ হালকা যানবাহন চলাচল করবে।

🚫 যা চলবে না:

মহাসড়কে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ ভারী যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে জরুরি সেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিস, পরীক্ষার্থীদের পরিবহন হরতালের আওতার বাইরে থাকবে।

সর্বদলীয় কমিটির পক্ষ থেকে এম.এ সালাম জানান, “আমরা হরতাল দিয়েছি জনগণের স্বার্থে, তবে জনগণের ভোগান্তি যেন না হয়, সে কারণেই বাজার ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূজার মৌসুম সামনে থাকায় ধর্মীয় অনুষ্ঠানেও যাতে প্রভাব না পড়ে, সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে।”

🧾 কমিটির অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু জানান, “আমরা ইতোমধ্যে উচ্চ আদালতে রিট দায়েরের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি, আগামী সপ্তাহেই শুনানি হবে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় কাঙ্ক্ষিত ফল পাব।”

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস বলেন, “আন্দোলনের পথ থেকে আমরা সরবো না। আমাদের দাবি মানা না হলে কর্মসূচি আরও কঠোর হবে।”

📜 পটভূমি:

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি বাদ দিয়ে তিনটি আসনের প্রস্তাব দেয়। যদিও জেলা জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে এবং হাজারো মানুষ নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নেয়, তবুও ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেটে তিনটি আসনের সিদ্ধান্তই বহাল রাখা হয়।

🗺️ চূড়ান্ত গেজেট অনুযায়ী আসন বিন্যাস:

  • বাগেরহাট-১: বাগেরহাট সদর, চিতলমারী, মোল্লাহাট

  • বাগেরহাট-২: ফকিরহাট, রামপাল, মোংলা

  • বাগেরহাট-৩: কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা

🗺️ পূর্বের আসন বিন্যাস ছিল:

  • বাগেরহাট-১: চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট

  • বাগেরহাট-২: বাগেরহাট সদর, কচুয়া

  • বাগেরহাট-৩: রামপাল, মোংলা

  • বাগেরহাট-৪: মোরেলগঞ্জ, শরণখোলা

নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিনের এই আসন বিন্যাস হঠাৎ পরিবর্তনের সিদ্ধান্ত গণমানুষের ইচ্ছার পরিপন্থী। এই সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

@bagerhat24.com