Logo
table-post
মোল্লাহাটে আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
01/01/1970 12:00:00

মোল্লাহাট  প্রতিনিধি
ঐতিহ্যবাহী বাগেরহাটের একটি সংসদীয় আসন বাদ দেয়ার প্রতিবাদে এবং চারটি আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় কমিটির উদ্যোগে বাগেরহাটের মোল্লাহাটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাচন অফিসের দরজায় গিয়ে অবস্থান নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এবং শেষে উপজেলা পরিষদের প্রধান প্রবেশদ্বার বন্ধ করে সেখানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ। তিনি বলেন, “বাগেরহাটের ঐতিহ্য, ইতিহাস ও জনগণের ন্যায্য অধিকার রক্ষায় চারটি সংসদীয় আসন পূর্বের মতো বহাল রাখতে হবে। জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত কোনোভাবেই মানা হবে না।”

এসময় উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদারসহ সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামীকাল সোমবার সকাল - সন্ধ্যা এবং মঙ্গলবার ও বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মোল্লাহাটসহ বাগেরহাটে সর্বাত্মক হরতাল পালিত হবে বলেও জানান নেতৃবৃন্দ।

@bagerhat24.com