
ফকিরহাটে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল তিনটায় উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ এলাকায় কালীগঙ্গা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কালীগঙ্গা নদীর দু-পাড়ে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ এলাকার রথখোলার অদুরে স্থানীয়দের আয়োজনে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর শুভ উদ্ভোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম ও সাংগঠনিক সম্পাদক শেখ লিয়াকত হোসেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মাহবুবর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী, দুর-দুরান্ত থেকে আগত উৎসুক হাজার হাজার দর্শনার্থী ও এলাকাবাসী এ বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ২০টি দল অংশ গ্রহণ করে। বিজয়ী দল সহ মোট তিনটি দলকে পুরস্কৃত করা হয়। ##