
বাগেরহাটে ইসলামী আন্দোলনের গণসমাবেশের প্রস্তুতি, চার আসন রক্ষায় রিটের ঘোষণা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, চারটি আসন পুনর্বহাল এবং গণহত্যার বিচারের দাবিতে গণসমাবেশের আয়োজন করেছে। সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আতিয়ার রহমান, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মুজাহিদ কমিটির সেক্রেটারি মাওলানা নাসরুল্লাহসহ অন্যান্য নেতারা।
নেতারা জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রেল রোড চত্বরে অনুষ্ঠিতব্য গণসমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। সেখানে রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, চার আসন পুনর্বহাল ও জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জোরালো বক্তব্য দেওয়া হবে।
সভায় ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি শেখ আতিয়ার রহমান ঘোষণা দেন, বাগেরহাটের চারটি আসন রক্ষার জন্য খুব শিগগিরই উচ্চ আদালতে রিট করা হবে। তিনি বলেন, “এটি বাগেরহাটবাসীর অধিকার, আর সেই অধিকার আদায়ে আইনের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।”
সভায় বক্তারা আরও বলেন, সমাবেশের মাধ্যমে বাগেরহাটে জনগণের সমর্থনকে শক্তিশালী করে এসব দাবির পক্ষে জনমত গড়ে তোলা হবে। জেলা সভাপতি মাহফুজুর রহমান জানান, সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।