জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন শাহানা খন্দকার
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন শাহানা খন্দকার দিবা। উপজেলার গোপালপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের খোন্দকার বাড়ীর সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া সিনিয়র এ্যাডভোকেট খোন্দকার গোলাম মোস্তফা চাঁন এর একমাত্র কন্যা। এ গুণী শিক্ষকের বেড়ে ওঠা কচুয়া সদরে। কচুয়া উপজেলা সদরের কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন তিনি।
এবছর প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ উপলক্ষে বাগেরহাট জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন শাহানা খন্দকার দিবা।
বুধবার ( ১৮ সেপ্টেম্বর) যাচাই-বাছাই শেষে বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, শাহানা খন্দকার দিবাকে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক বলে ঘোষণা দেন।
জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক শাহানা খন্দকার দিবা বিচারক মন্ডলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের ধন্যবাদ জানান। এছাড়া প্রাথমিক শিক্ষার উন্নতির পাশাপাশি, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য সকলের আন্তরিক সহযোগীতা আশা করেন তিনি।
এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, কচুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাঃ শামসুন্নাহার, প্রধান শিক্ষক দেবদাস চন্দ্র সাহা ও সহকারী শিক্ষকবৃন্দ।