
ফকিরহাটে ৪৮ঘন্টা হরতালে জনজীবন বিপর্যস্ত: নতুন কর্মসূচি ঘোষনা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসুচির অংশ হিসেবে ফকিরহাট উপজেলায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধা পর্যন্ত টানা ৪৮ঘন্টার হরতাল পালিত হয়েছে।
সড়ক মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান রেখে বাঁশ ও কাঠের গুড়ি ফেলে ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি স্থানীয় শিল্প প্রতিষ্ঠান গুলো বন্ধ রয়েছে। মংলা সমুদ্্র বন্দরে যাতায়াতের প্রধান সড়কের খাজুরা কাটাখালী টাউন নওয়াপাড়া মোড়সহ শুকদাড়া চুলকাঠি ফয়লা রামপাল ও মংলার বিভিন্ন স্থানে মহাসড়কে ট্রাক রেখে গাছের গুড়ি ফেলে ব্যরিকেট দিয়ে রাখায় আমদানি রপ্তানিতে ব্যপক প্রভাব পড়েছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।
ফকিরহাটে অবস্থিত হিমায়িত চিংড়ি রপ্তানিকারী প্রতিষ্ঠানসহ ছোটবড় অর্ধশতাধিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্দ থাকায় শ্রমিক কর্মচারিরা পড়েছেন চরম বিপাকে। অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ এ জনপদটি ভুতুড়ে নগরিতে পরিনত হয়েছে।
এদিকে বাগেরহাট চারটি সংসদীয় আসন পূর্ন বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সর্বদলীয় সম্মিলিত সংগ্রাম কমিটি। আগামী রবিবার জেলা উপজেলার সকল সরকারি দপ্তর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযন্ত অবরোধ/ঘেরাও ও সোম, মঙ্গল এবং বুধবার এই তিনদিন সকাল সন্ধা হরতাল কর্মসূচি পালিত হবে।
স্থানীয়রা বলেছেন, এই জনপদের মানুষের ভ্যাগ্য নিয়ে ছিনিমিলি খেলছে নির্বাচন কমিশন। সর্বস্তরের জনগনের মতামতের কোন মুল্য তাদের কাছে না থাকলে তার কোন মূল্য আমাদের কাছে নাই। বক্তৃতারা অতিদ্রুত বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবি জানান।