Logo
table-post
কচুয়ায় ফার্মেসিতে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
01/01/1970 12:00:00

শুভংকর দাস বাচ্চু,কচুয়া
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাধাল বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ফার্মেসিতে অনিয়ম ধরা পড়ায় জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ।

অভিযানের সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় একটি ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করেন। অভিযানে অভিযোগ ছিল, দোকানে লাইসেন্স সংক্রান্ত অনিয়ম এবং ওষুধ সংরক্ষণে ত্রুটি রয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ বলেন, “ভোক্তার অধিকার নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।”

স্থানীয়দের মধ্যে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকে বলেন, “এতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে এবং সাধারণ ক্রেতারা সচেতন হবেন।”

উল্লেখ্য, কচুয়া উপজেলায় বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে উপজেলা প্রশাসন, যাতে জনসাধারণের ভোক্তা অধিকার রক্ষা পায় এবং বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় থাকে।

@bagerhat24.com