মোরেলগঞ্জে ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচির শেষ দিনের ব্যাপক কর্মসূচি পালিত
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ সংবাদদাতা
বাগেরহাটের ৪টি আসন পুর্নবহলের দাবিতে সর্বদলীয় সম্মিলিত ঐক্য পরিষদের ব্যানারে ডাকা ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচির শেষদিনে ব্যাপক কর্মসূচির পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই মোরেলগঞ্জ সহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের দোকান পাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।উপজেলা ১৬ ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাশ বন্ধ ছিল। নব্বইরশি ও ছোলমবাড়িয়া বাসস্ট্যান্ডে থেকে শরণখোলা, মোরেলগঞ্জ বাগেরহাট অন্ত পরিবহনসহ দূরপাল্লার বাস ও নৌ যানসহ সকল পরিবহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন বিপাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকল সরকারি দপ্তর গুলোর কার্যক্রম বন্ধ ছিল। উপজেলা নির্বাচন অফিস ছিল তালাবদ্ধ। নব্বইরশি বাসষ্ট্যান্ড, পল্লীমঙ্গল, সোমাদ্দারখালী, তেতুলবাড়িয়া ,আমতলা সহ বিভিন্ন এলাকায় টায়ার জ¦ালিয়ে, গাছ ফেলে প্রতিবাদ ও সমাবেশ করেছে জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। অপরদিকে নব্বইরশি বাসষ্ট্যান্ডে সর্বদলীয় সম্মিলিত ঐক্য পরিষদে প্রতিবাদ সমাবেশ করেছে।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, নির্বাচন কমিশনের এ অবৈধ সিদ্ধান্ত কোন ভাবেই মেনে নেয়া হবেনা। বাগেরহাটের ৪টি আসনই যতক্ষন পর্যন্ত পুর্নবহলের ঘোষণা না করা হবে ততক্ষন পর্যন্ত এ আন্দোলন কর্মসূচী অব্যহত থাকবে।
