Logo
table-post
বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে কচুয়ায় হরতালে অচল জনজীবন
01/01/1970 12:00:00

শুভংকর দাস বাচ্চু,কচুয়া

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। কচুয়া উপজেলার কচুয়া সদর, সাইনবোর্ড, বাধাল বাজার, সাংদিয়া, গোয়ালমাঠ এবং ভাষাবাজারসহ বিভিন্ন এলাকায় মহাসড়কে ব্যারিকেড তৈরি করে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে।

হরতালের ফলে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। ফলে দুরপাল্লার যাত্রীরা বিপাকে পড়েন। সরকারি-বেসরকারি অফিস খোলা থাকলেও কর্মচারীদের উপস্থিতি ছিল নগণ্য। সাধারণ জনগণও নিরাপত্তার আশঙ্কায় ঘর থেকে বের হননি।

ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও হাটবাজার ছিল প্রায় পুরোপুরি বন্ধ। শহর জুড়ে ছিল থমথমে পরিবেশ। কোথাও কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

আন্দোলনকারীদের দাবি, বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে একটি বাদ পড়ায় রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়েছে এবং জনগণের যথাযথ প্রতিনিধিত্ব ব্যাহত হচ্ছে। তারা বলেন, “বাগেরহাটের জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অতএব, পূর্বের মতো চারটি সংসদীয় আসনের পূর্ণাঙ্গ কাঠামো ফিরিয়ে আনা জরুরি।”

তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র করা হবে। হরতাল কর্মসূচি ছিল চলমান পাঁচ দিনের ধারাবাহিক আন্দোলনের চতুর্থ দিন। এলাকাবাসী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলেও জনজীবনে এর ব্যাপক প্রভাব পড়েছে। এই আন্দোলন এখন জেলার অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।

@bagerhat24.com