
চিতলমারীতে জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে মাধ্যমিক ও আলিয়া মাদ্রসা শিক্ষকরা শিক্ষা জাতীয়করণের দাবিতে মনববন্ধন ও অন্তর্বর্তীনকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদ্রসার প্রায় ২ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
এ সময় সংক্ষিপ্ত এক পথ সভায় বক্তব্য রাখেন জাতীয়করণ আন্দোলনের সমন্বয়ক কে এম রাজু আহম্মেদ, জিএম আব্দুস সালাম, নির্মল কুমার শিকদার, শিক্ষক সৈয়দ নুর মোহম্মদ, মাওলানা ইদ্রিসুর রহমান, মোঃ মিরাজুল ইসলাম, মাওলানা মোঃ মিজানুর রহমান, মোঃ মোস্তফা খান ও শেখ আল মামুন প্রমূখ।
বক্তরা বলেন, ‘বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের করতে হবে।’