Logo
table-post
ফকিরহাটে ৪৮ঘন্টার হরতাল পালন করার লক্ষে বিএনপি’র বিক্ষোভ মিছিল
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি 
বাগেরহাটের চারটি সংসদীয় আসন পূর্নবহালের দাবীতে বুধ ও বৃহস্পতিবারের ৪৮ঘন্টার হরতাল শান্তিপূর্ণ ভাবে পালন করার লক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাটাখালী বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে কাটাখালী বাসস্ট্যান্ড গোল চত্তরে এসে শেষ হয়।

সেখানে এক প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ¦ শেখ মুজিবর রহমান, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী ও নোমান আল মেহেদী।

এতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এমএ আউয়াল, সাজ্জাদ হোসেন নান্নু, এসএম খলিলুর রহমান, ফরহাদ হোসেন জুয়েল, মিরাজুল ইসলাম, মোঃ আলীবুদ্দিন, ফকরুল আলম, আবুল হাসান, মোঃ সালাম মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোদাচ্ছের মল্লিক, স্বেচ্ছাসেবকদল নেতা আরমান হোসেন বাদশা, কাজি মিরাজ, নাজমুল হাসান, মেহেদী হাসান জনি, শ্রমিকদল নেতা আবুজার মোড়ল ও ফেরদাউস শেখ।

 

এর আগে বিকেল ৫টায় ফকিরহাটে অনুরুপ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

@bagerhat24.com