Logo
table-post
ফকিরহাটের ইউএনও'র অপসারণের দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন-কে অপসারণের দাবীতে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ডাকবাংলো মোড়ে এই কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে বক্তব্য দেন, বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ, যুব দলের আহবায়ক মুশফিকুর জামান রিপন, সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক মোল্লা রাজু আহমেদ, শেখ আলমগীর কবির প্রমুখ।
বক্তারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনঃবাসনের চেষ্টা করছেন। তার অংশ হিসেবে সোমবারের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের নৌকা প্রতিকে নির্বাচিত চেয়ারম্যানদের ডাকা হয়েছে। এছাড়া বিভিন্নভাবে এই ইউএনও আওয়ামী লীগের লোকদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে। আমরা এই ইউএনও‘র অপসারণ চাই।


এ বিষয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন বলেন, ২৩ সেপ্টেম্বর উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ে মাসিক সভা অণুষ্ঠিত হয়। ওই সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়।দলীয় পদ-পদবী বিবেচনায় কাউকে আমন্ত্রণ বা আমন্ত্রণ না করা হয়নি। মন্ত্রণালয়ের নির্দেশনায় আমন্ত্রণ জানানো হয়েছে। এটি নিয়ে কেউ কেউ ভুল বুজেছেন।আগামী মাসের আইন শৃঙ্খলা সভায় সকল সুধীজনদের আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি।
 

@bagerhat24.com