
ফকিরহাটের লখপুরে ক্যান্সারে আক্রান্ত নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ভ্যান চালকের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত আর একমাত্র সন্তান জন্ম থেকেই শরীরীক প্রতিবন্ধী এমন হৃদয়বিদারক সংবাদ সম্প্রতি ডিবিসি ডিজিটাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। সংবাদটি দেখে তিনি মানবিক সহানুভূতির জায়গা থেকে ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের স্ত্রী শাহিনা বেগমের চিকিৎসার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তারেক রহমানের নির্দেশে "আমরা বিএনপি পরিবার"-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফকিরহাটের লখপুর ইউনিয়নের ভট্টখামার গ্রামে গোলাম মোস্তফার বাড়িতে ছুটে যান।
এসময় তারা অসহায় ঐপরিবারটির খোঁজ-খবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি'র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, "আমরা বিএনপি পরিবার"-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান, ইফতেখার আহম্মেদ পলাশ, ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আলীবুদ্দিন, সাধারন সম্পাদক শেখ শরিফুল ইসলাম, বিএনপি নেতা ফকরুল আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজি মইন উদ্দিন মেরু।
উল্লেখ্য ভ্যানচালক গোলাম মোস্তফা শেখ প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ভ্যান চালিয়েও সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। জন্ম থেকেই শয্যাশায়ী শরীরীক প্রতিবন্ধী ছেলে আব্দুল্লাহ শেখের চিকিৎসা, আর বর্তমানে ক্যান্সারে আক্রান্ত স্ত্রী শাহিনা বেগমের চিকিৎসা চালাতে গিয়ে তিনি ইতোমধ্যে বসতবাড়ির অর্ধেক জমি বিক্রি করেছেন। ধার-দেনায় চিকিৎসা কিছুদিন চললেও বর্তমানে অর্থাভাবে তা বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শাহিনা বেগমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা দেন তারেক রহমান। সেই সহায়তার অর্থ গোলাম মোস্তফা শেখের পরিবারের হাতে তুলে দেন আহবায়ক আতিকুর রহমান রুমান।
আতিকুর রহমান রুমন বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আজ মঙ্গলবার এখানে এসেছি। একটি বেসরকারি টেলিভিশনের খবরে বিষয়টি জানার পর তিনি আমাদেরকে পাঠিয়েছেন। অসহায় এই পরিবারটির প্রত্যাশা অনুযায়ী আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।