Logo
table-post
কচুয়ায় ব্যাপক হরতাল, সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে উত্তাল জনপদ
01/01/1970 12:00:00

শুভংকর দাস বাচ্চু/ প্রদ্যুৎ কুমার মন্ডল,কচুয়া

বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় আজ পালিত হয়েছে একটি সর্বাত্মক হরতাল। জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে একটি বাদ পড়ায় স্থানীয় জনগণ তীব্র প্রতিবাদে ফেটে পড়ে। তারা দাবি তুলেছে—পূর্বের মতো চারটি আসন পুনর্বহাল করতে হবে।

এই দাবির পক্ষে আওয়াজ তুলতে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে পাঁচ দিনের ধারাবাহিক কর্মসূচি। হরতালের কারণে কচুয়ার সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও যান চলাচল ছিল বন্ধ। রাস্তায় কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি, সাধারণ মানুষও ঘর থেকে বের হননি।

তবে নির্ধারিত বাজারের দিন থাকায় কচুয়া সদরের বাজারটিতে দুপুরের পর দোকান খুললেও ক্রেতা সংকটে পরে ব্যবসায়ীরা। এছাড়া উপজেলার অন্যান্য এলাকায় হরতাল পালিত হয়।

আন্দোলনকারীরা জানিয়েছেন, বাগেরহাটের রাজনৈতিক ভারসাম্য এবং জনগণের ন্যায্য প্রতিনিধিত্ব রক্ষার স্বার্থেই চারটি সংসদীয় আসনের পূর্ণাঙ্গ কাঠামো ফিরিয়ে আনা জরুরি। তারা আরও বলেন, দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

@bagerhat24.com