
বাগেরহাটে চার আসন পুনর্বহালের দাবিতে মোল্লাহাটে সর্বাত্মক হরতাল
01/01/1970 12:00:00শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট
বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি বাদ দেয়ার প্রতিবাদে এবং পূর্বের চারটি আসন পুনর্বহালের দাবিতে পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার মোল্লাহাটে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে।
ভোর থেকেই রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ বাগেরহাটের প্রবেশদ্বার মোল্লাহাট মধুমতি নদীর আবুল খায়ের সেতুর মুখে মহাসড়কে সমবেত হয়ে হরতালের সমর্থনে স্লোগান দেন এবং সমাবেশ করেন। সমাবেশে বক্তারা আসন পুনর্বহালের যৌক্তিকতা তুলে ধরে বলেন, বাগেরহাটবাসীর ন্যায্য অধিকার রক্ষায় এ আন্দোলন চলমান থাকবে।
দিনব্যাপী হরতালের কারণে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স ও কাঁচামালবাহী যান চলাচল নির্বিঘ্ন ছিল।
উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, সাবেক সাংসদ শেখ মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেকোনো মূল্যে বাগেরহাটের বাদ দেওয়া আসনটি পুনর্বহাল করতে হবে, প্রয়োজনে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়া হবে।”
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং বুধবার ও বৃহস্পতিবার ৪৮ ঘন্টার হরতাল পালিত হবে।