Logo
table-post
বাগেরহাটে চারটি আসন রক্ষার দাবিতে ১৬ রুটে বাস বন্ধ, ডিসি অফিস ঘেরাও করে উত্তাল বিক্ষোভ
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পূর্বের মতো বহাল রাখার দাবিতে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বন্ধ রয়েছে বাগেরহাট থেকে ছোটা ১৬টি গুরুত্বপূর্ণ রুটের বাস চলাচল।

জেলার প্রাণকেন্দ্র জেলা প্রশাসকের কার্যালয় ও জজ কোর্ট চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শত শত নেতাকর্মী। পাশাপাশি জেলা নির্বাচন অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এতে অফিসের সব কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

হরতালে অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে বিক্ষোভ চালিয়ে যান। বাগেরহাট শহরে যেন অঘোষিত অবরোধের চিত্র দেখা যাচ্ছে।

সকাল থেকেই বন্ধ রয়েছে গণপরিবহন, দোকানপাট ও অফিস-আদালত। বাসস্ট্যান্ডে যানবাহনের দেখা না মেলায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নেতাকর্মীরা জানান, নির্বাচন কমিশনের খসড়া অনুযায়ী আসন কমানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা এই জেলার মানুষের সঙ্গে অবিচার। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—যদি এই সিদ্ধান্ত পরিবর্তন না করা হয়, তাহলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

@bagerhat24.com