
বাগেরহাটে ৪টি আসন পুনর্বহালের দাবিতে হরতাল-তালাবন্ধে অচল মোংলা, ৪ দিনের কর্মসূচি ঘোষণা
01/01/1970 12:00:00মোংলা প্রতিনিধি:
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পূর্বের মতো পূর্ণভাবে পুনর্বহালের দাবিতে মোংলা-রামপালসহ পুরো জেলায় শুরু হয়েছে সর্বদলীয় আন্দোলন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া চার দিনের কর্মসূচির প্রথম দিন চলছে টানা হরতাল, বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি অফিস, মোংলা বন্দর, ইপিজেড এবং সব ধরনের শিল্পপ্রতিষ্ঠান।
নেতারা জানিয়েছেন, সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচির দ্বিতীয় দিনে থাকবে বিক্ষোভ মিছিল এবং বুধবার ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টা হরতাল পালন করা হবে।
সকালে মোংলার প্রধান সড়কগুলোতে টায়ার জ্বালিয়ে, মোড়ে মোড়ে অবস্থান নিয়ে এবং মিছিলের মাধ্যমে হরতাল সফল করতে মাঠে নামে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। শহরের বিভিন্ন স্থানে পথসভা ও মিছিল হয়েছে। একইসঙ্গে সকালেই মোংলা উপজেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা।
ব্যবসায়ীরা সকল দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখায় শহরে নেমে আসে নিস্তব্ধতা। মোংলা-ঘষিয়াখালী নৌ-চ্যানেল দিয়ে সবধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে আটকা পড়ে শত শত যাত্রী, বিশেষ করে ইপিজেডের শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন। বন্ধ রয়েছে খেয়া পারাপারের ট্রলারও।
দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ থাকায় মোংলা বাসস্ট্যান্ডে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। শহরের রাস্তায় কোনো রিকশা-ভ্যান চলতে দেখা যায়নি, এতে দিনমজুর ও নিম্নআয়ের মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
সর্বদলীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, “স্বাধীনতার পর থেকেই বাগেরহাট জেলায় ৪টি সংসদীয় আসন ছিল। নির্বাচন কমিশনের নতুন খসড়া প্রস্তাবে একটি আসন কমিয়ে ৩টি করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা কখনোই মেনে নেওয়া হবে না।”
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত বাতিল না করে, তাহলে আরও কঠোর আন্দোলনের পথে যাওয়া হবে।”