
শরণখোলায় পূর্বশত্রুতার জেরে দিনমজুরকে কুপিয়ে গুরুতর আহত
01/01/1970 12:00:00শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় পূর্বশত্রুতার জেরে এক দিনমজুরকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মালসা গ্রামের নুর হোসেনের ছেলে আচকান ওরফে আকসান (২৫) এবং ফারুক শিকদারের ছেলে সাব্বির হোসেন শিকদার (২৭) জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে আব্দুস সাত্তার মুন্সির ওপর হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে তারা ভুক্তভোগীর পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল।
আহতের মেয়ে শারমিন আক্তার (১৯) জানান, অভিযুক্তরা তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল এবং মামলা না তুললে ধর্ষণের হুমকি দিয়েছিল। গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবা তাকে নিয়ে বোনের বাড়িতে যাওয়ার সময় রাস্তার পাশে ওঁত পেতে থাকা অভিযুক্তরা তাদের আক্রমণ করে। প্রথমে তাকে টেনে হিঁচড়ে ফেলে দেওয়ার পর বাবাকে বাঁচাতে গেলে আব্দুস সাত্তারকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করা হয়। স্থানীয়রা চিৎকার শুনে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শারমিনের অভিযোগ, এ ঘটনায় সামসু মৃধার ছেলে মনির মৃধা এবং নুর হোসেনের স্ত্রী আমেনা বেগমও সহযোগিতা করেছেন।
আহত আব্দুস সাত্তার জানান, অভিযুক্তদের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ২০২৩ সালেও তাদের বাড়িতে হামলা চালিয়ে পরিবারকে আহত করা হয়েছিল। বর্তমানে বাগেরহাট আদালতে এ বিষয়ে দুটি মামলা চলমান রয়েছে, আর সেই মামলা তুলতে তারা নিয়মিত হুমকি দিয়ে আসছে।
অন্যদিকে, অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল্লাহ বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের কাজ চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।