
রামপালে হুড়কা ইউনিয়ন পরিষদে হামলাকারী মোহাম্মদ আলী গ্রেফতার
01/01/1970 12:00:00এম,এ সবুর রানা, রামপাল
রামপালের হুড়কা ইউনিয়নের আইসিটি কক্ষে সন্ত্রাসী হামলা করার অভিযোগে সন্ত্রাসী মোহাম্মদ আলী (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় প্রযুক্তির মাধ্যম ব্যাবহার করে পার্শবর্তী উপজেলা মোংলা এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধ হামলা চালিয়ে কম্পিউটার ভাংচুর, মালামাল তচনস ও হুমকির অভিযোগ এবং সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে করা মামলায় তাকে আসামী করা হয়। ।
উল্লেখ, গত বৃহস্পতিবার হুড়কা ইউপি'র আইসিটি রুমে প্রবেশ করে উপজেলার ছাড়াখালী গ্রামের আকরাম শেখের ছেলে মোহাম্মদ আলী। সে আইসিটি সেন্টারে গিয়ে সেবা পেতে বিলম্ব হওয়ায় ইউডিসি সদস্য তীলক মন্ডল ও রুনু বিশ্বাসের উপর চড়াও হয়। ওই সময় সে কক্ষে থাকা কম্পিউটার ভেঙ্গে ফেলে ও কাগজপত্র ক্ষতি করে। ওই সময় সে উদ্দ্যোক্তাদের হুমকি প্রদান করে সরকারি কাজে বাঁধা প্রদান করে। এ ঘটনায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। এ ঘটনায় ইউপি'র প্রশাসনিক কর্মকর্তা মোজাহিদুর রহমান বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে বাদী হয়ে রামপাল থানায় একটি লিখিত এজাহার দায়েন করেন।
অভিযোগে জানা গেছে, গত ইংরেজি ৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় উপজেলার ৬নং হুড়কা ইউনিয়নের ছাড়াখালী গ্রামের আকরাম শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ সেবা গ্রহণের জন্য পরিষদে যান। সে তার এক নিকট আত্মীয়র ভোটার তালিকা স্থানান্তর করার জন্য আইসিটি উদ্যোক্তাদের কাছে যান। প্রয়োজনীয় কাগজপত্র সাথে না থাকায় তাকে কাগজপত্র আনতে বলা হয়। ওইদিন কাগজপত্র পেতে দেরী হওয়ার ফাঁকে অন্যদের কাজ করতে থাকেন উদ্যোক্তা রুনু বিশ্বাস। একটু দেরী হওয়ায় সেবাগ্রহীতা মোহাম্মদ আলী রাগ করে পরিষদ থেকে চলে যান। পরদিন (৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১ টায় আবারো ওই মোহাম্মদ আলী আইসিটি কক্ষে প্রবেশ করেন। ওই সময় সে অকথ্য ভাষায় গালাগাল করার এক পর্যায়ে টেবিলে থাকা কম্পিউটার ও পিসি ছুড়ে ফেলেন। উদ্যোক্তা তীলক মন্ডল ও রুনু বিশ্বাসকে গালাগাল করতে করতে টেবিলে থাকেন। এতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। এ ঘটনায় শুক্রবার রাতে ইউপির প্রশাসনিক কর্মকর্তা মোজাহিদুর রহমান বাদী হয়ে রামপাল থানায় মামলা করেন।
রামপাল থানার ওসি আতিকুর রহমান মামলা দায়ের ও আসামী মোহাম্মদ আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপার্দ করা হবে।