Logo
table-post
মোংলায় কোস্ট গার্ডের চাঞ্চল্যকর অভিযান: অস্ত্রসহ বনদস্যু ও ইয়াবা-কিশোর গ্রেফতার!
01/01/1970 12:00:00

মাসুদ রানা, মোংলা 

সুন্দরবন উপকূলে আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। তাদের সর্বশেষ অভিযানে ধরা পড়েছে ভয়ংকর ‘ছোট সুমন’ ডাকাত দলের চার সক্রিয় সদস্য, যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। একই রাতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাংয়ের এক সদস্যও আটক হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে কোস্ট গার্ড সদস্যরা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খালে অভিযান চালায়। ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একনালা বন্দুক, চার রাউন্ড তাজা ও চার রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়।

আটককৃত বনদস্যুরা হলো—

  • মোঃ বিল্লাল হোসেন (২৫)

  • মোঃ রবিউল শেখ (৩২)

  • মোঃ জিন্নাত হাওলাদার (৩৫)

  • মোঃ কালাম গাজী (২৪)

তাদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলায়। এই চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ডাকাতি চালিয়ে আসছিল এবং ‘ছোট সুমন বাহিনী’কে অস্ত্র ও রসদ সরবরাহ করত।

একই রাতে (রাত ২টা):
কোস্ট গার্ড সদস্যরা সাতক্ষীরার শ্যামনগরের সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ১৭,৫৮০ টাকা নগদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

পরবর্তী অভিযান (ভোর ৫টা):
নৌবাহিনী ও পুলিশের সহযোগিতায় খুলনার লবণচরা এলাকার স্লুইস গেইটের কাছে অভিযান চালানো হয়। সেখানে ২০০ গ্রাম গাঁজা ও ৪টি দেশীয় অস্ত্রসহ এক কিশোর গ্যাং সদস্য ধরা পড়ে। তার কাছ থেকেও নগদ অর্থ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

@bagerhat24.com