Logo
table-post
শিক্ষকের লালসা থেকে বাঁচতে বিষপান: শরণখোলায় শিক্ষিকার হৃদয়বিদারক আত্মহত্যার চেষ্টা!
01/01/1970 12:00:00

মেহেদী হাসান, শরণখোলা
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষিকা সহকর্মী শিক্ষক কর্তৃক দীর্ঘদিন ধরে যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালালে তাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভূক্তভোগী।

জানা গেছে, শরণখোলা উপজেলার ১০ নং মঠেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজান হাওলাদার, দীর্ঘদিন ধরে একই বিদ্যালয়ের এক নারী সহকর্মীকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ভূক্তভোগী শিক্ষিকার অভিযোগ অনুযায়ী, একাধিকবার তিনি রাতের বেলায় ফোন করে অশ্লীল কথাবার্তা বলতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন।

গত ৪ সেপ্টেম্বর, অভিযুক্ত শিক্ষক স্কুলে বহিরাগত নারী এনে প্রকাশ্যে শিক্ষিকাকে হেনস্থা করেন। এরপরও হুমকি-ধমকি অব্যাহত রাখেন। মানসিক চাপে পড়ে পরদিন, ৫ সেপ্টেম্বর, বিকেলে বিষাক্ত ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন ওই শিক্ষিকা।

শিক্ষিকার মামা ও স্কুল শিক্ষক শহিদুল ইসলাম জানান, "আমার ভাগ্নি আগে এমন কিছু জানায়নি। তবে সম্প্রতি অভিযুক্ত শিক্ষক তার শারীরিক সীমানাও লঙ্ঘনের চেষ্টা করেছেন। বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি।"

ভূক্তভোগী ও তার পরিবার আরও অভিযোগ করেছেন, অভিযুক্ত মিজান শুধু এই একজন শিক্ষিকাই নয়, আরও অনেক নারী সহকর্মী, ছাত্রী ও অভিভাবকদেরও কুপ্রস্তাব দিয়েছেন।

অভিযুক্ত শিক্ষক মিজান হাওলাদার অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি এসব বিষয়ে কিছুই জানি না।"

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমান জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত প্রক্রিয়া চলছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

@bagerhat24.com