Logo
table-post
ফকিরহাটের পিলজংগে ফুটবল প্রতিযোগীতার শুভ উদ্ভোধন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি

 ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিএনপি’র ৪৭তম প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে ফুটবল প্রতিযোগীতার শুভ উদ্ভোধন করা হয়েছে।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পিলজংগ ফুটবল মাঠে উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই খেলার শুভ উদ্ভোধন করেন। ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার বিল্লাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী ও নুমান আল মেহেদী।

 

সাধারন সম্পাদক ফরহাদ হোসেন জুয়েলের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা, এমএ আউয়াল, মোঃ ফরহাদ হোসেন মোড়ল, উপজেলা যুবদল নেতা মোদাচ্ছের মল্লিক, ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন নান্নু, সদস্য সচিব এসএম খলিলুর রহমান, বিএনপি নেতা মহিউদ্দিন মইন ভুইয়া, শেখ আব্দুল মোতালেব, মোস্তফা কামাল হারুন, আজমল হোসেন, জাহাঙ্গীর হোসেন, রেজাউল ইসলাম, ফিরোজ ফকির, আবুল কালাম আজাদ ফকির, লখপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান, ওর্য়াড বিএনপি নেতা আমিরুল ইসলাম আলেপ, মামুন সরদার, স্বেচ্ছাসেবকদল নেতা আরমান হোসেন বাদশা, নাজমুল হাসান, মেহেদী হাসান জনি, যুবদল নেতা তুহিন মল্লিক ও দেলোয়ার হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। খেলায় সভাপতি বনাম সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মধ্যকার খেলায় ১-১ গোলে ড্র হয়। খেলা পরিচালনা করেন সবুজ কুমার দাশ, তাকে সহযোগীতা করেন, মইন ও শাহীন।

এর আগে সকাল ১০টায় পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে ও পাবলিক লাইব্রেরীর হলরুমে অম্রান জিয়াউর রহমান শীর্ষক রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের ৪১জন শিক্ষার্থী এতে অংশ গ্রহন করে। 
 

@bagerhat24.com