Logo
table-post
পিরোজপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও দালাল মুক্ত বিএনপির দাবি, ত্যাগীদের মূল্যায়নের আহ্বানে বিক্ষোভ মিছিল
01/01/1970 12:00:00

পিরোজপুর প্রতিনিধি

‎সন্ত্রাস, চাঁদাবাজ ও দালাল মুক্ত রাজনীতি নিশ্চিত করা এবং দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, শ্রমিকদল ও ছাত্রদলের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের নতুন পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউনক্লাব সড়কে গিয়ে শেষ হয়।

‎মিছিলে নেতৃত্ব দেন জেলা তাঁতী দলের সভাপতি আলী শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসিব জামাল, পৌর শ্রমিক দলের সভাপতি রাজ্জাক ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নওশাদ শেখ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লিটন শেখ এবং পৌর কৃষকদলের ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম তারেক।

‎এছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎এ সময় নেতাকর্মীরা বলেন, দলকে সন্ত্রাস, দালাল ও চাঁদাবাজ মুক্ত করতে হবে। পাশাপাশি যারা দলীয় দুঃসময়ে পাশে থেকেছেন, ত্যাগ করেছেন তাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করা এখন সময়ের দাবি।

@bagerhat24.com