
পিরোজপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও দালাল মুক্ত বিএনপির দাবি, ত্যাগীদের মূল্যায়নের আহ্বানে বিক্ষোভ মিছিল
01/01/1970 12:00:00পিরোজপুর প্রতিনিধি
সন্ত্রাস, চাঁদাবাজ ও দালাল মুক্ত রাজনীতি নিশ্চিত করা এবং দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, শ্রমিকদল ও ছাত্রদলের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের নতুন পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউনক্লাব সড়কে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা তাঁতী দলের সভাপতি আলী শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসিব জামাল, পৌর শ্রমিক দলের সভাপতি রাজ্জাক ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নওশাদ শেখ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লিটন শেখ এবং পৌর কৃষকদলের ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম তারেক।
এছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা বলেন, দলকে সন্ত্রাস, দালাল ও চাঁদাবাজ মুক্ত করতে হবে। পাশাপাশি যারা দলীয় দুঃসময়ে পাশে থেকেছেন, ত্যাগ করেছেন তাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করা এখন সময়ের দাবি।