Logo
table-post
ফকিরহাটে টাইফয়েড টিকাদান  ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মাদ্রাসা সুপার ও ইবতেদায়ী প্রধানদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর এর সভাপতিত্বে ও এমটি (ইপিআই) মো: কামলা হোসেনের পরিচালনায় এসময় মেডিকেল অফিসার ডা: শাওন কুমার দাস, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, স্যানিটোরী ইন্সপেক্টর দেবরাজ কুমার মিত্র, পরিসংখ্যানবিদ সুকুমার ভট্রাচার্জসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মাদ্রাসা সুপার ও ইবতেদায়ী মাদ্রাসা প্রধানগনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত একটি রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়, টাইফয়েড টিকার মাধ্যমে টাইফয়েড জ্বর এবং জ্বরজনিত জটিলতা প্রতিরোধ করা যায়, আগামী ১২ অক্টোবর, ২০২৫ হতে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে, বাংলাদেশ সরকারের উদ্যোগে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত সকল ছাত্র-ছাত্রী ১ ডোজ টাইফয়েড টিকা পাবে, ক্যাম্পেইন চলাকালে নির্ধারিত দিনে নিজনিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং ইপিআই টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে বলে জানান। এছাড়াও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 
 

@bagerhat24.com