
মোল্লাহাটে জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন
01/01/1970 12:00:00শেখ শাহিনুর ইসলাম শাহিন,মোল্লাহাট
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান মোল্লাহাট উপজেলার কদমতলা আশ্রয়ন প্রকল্প, উপজেলা ভূমি অফিস, উদয়পুর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পরিবেশ ও কার্যক্রম পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল পর্যন্ত পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানগুলোর সেবার মান, কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা প্রশাসক সেবাগ্রহীতাদের জন্য সরকারি সেবা সহজলভ্য ও স্বচ্ছ করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসকের এ সফরে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এর মাধ্যমে সরকারি সেবার মান আরও উন্নত হবে।