Logo
table-post
মোংলায় পরিস্কার পরিচ্ছন্নতা  অভিযান
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব। বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে। সরকারি বেসরকারি সংস্থা যৌথ উদ্যোগে ডেঙ্গু নির্মুলে প্রচেষ্টা চালাতে হবে। ০২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মোংলা পৌরসভার ৬নং ওয়ার্ডের কবরস্থান মসজিদ চত্বরে ব্র্যাকের আয়োজনে 

 ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা  অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

 

মঙ্গলবার সকাল ১০টায় “নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখুন সুস্থ থাকুন”শ্লোগানে মোংলায় ২য় দফায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা ক্যাম্পেইন'র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশকর্মী নাগরিক নেতা মোঃ নূর আলম শেখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকর্মী মোঃ রেজাউল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল ইসলাম মিঠু, রোবার স্কাউট লিডার রেবেকা সুলতানা পারভীন, নৌ স্কাউট লিডার আব্দুল্লাহর আল মামুন, ইয়ুথ লিডার মেহেদী হাসান, ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার সনৎ কুমার, যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার  আবু জাফর, ফিল্ড অর্গানাইজার নূর ই আলম ও অন্যান্য ব্রাক প্রতিনিধি। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের উদ্যোগে নৌ স্কাউট মোংলার সহযোগিতায় শহরের বিভিন্ন সড়কে ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরো বলেন ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা এবং মশার উৎপত্তিস্থল ধ্বংস করা। শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব। পরিচ্ছন্নতা অভিযানে আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।

@bagerhat24.com