Logo
table-post
ফকিরহাটের শিরীণ হক স্কুলে নবাগত  দুই শিক্ষককে ফুলেল শুভেচ্ছা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট শিরীন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবাগত দুই শিক্ষককে ফুল দিয়ে বরন করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১লা সেপ্টেম্বর) সকাল ১০টায় শিরীন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়ের কার্যালয়ে নবাগত শিক্ষকদ্বয় (এনটিসিআরএ) যোগদান করেন।

এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়, এসএমসির সভাপতি শেখ কবির আহমেদ, অভিভাবক সদস্য কাজি মনিরুজ্জামান টুটুকসহ বিভিন্ন শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

সদ্য যোগদানকৃত শিক্ষকরা হলেন মো: রফিকুল ইসলাম 'ইসলাম (নৈতিক শিক্ষা) এবং মো: শাহরিয়ার রহমান (পদার্থ বিজ্ঞান)। ফুলেল শুভেচ্ছা শেষে শিক্ষক ও এসএমসির কমিটির সাথে নবাগত দুই শিক্ষককের মতবিনিময় অনুষ্ঠিত হয়। 
 

@bagerhat24.com