
ফকিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুর ১২টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতায় পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম’র এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান ও সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ।