Logo
table-post
মোংলা বন্দরের ইনল্যান্ড মাস্টার ওমর ফিরোজ গ্রেপ্তার, স্ত্রীর মামলায় পলাতক ছিলেন ৪ মাস
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি

মোংলা বন্দর কর্তৃপক্ষের নৌযানের ইনল্যান্ড মাস্টার পদে কর্মরত ওমর ফিরোজকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত)-২০২৩ এর ১১(গ) ধারায় অভিযুক্ত ছিলেন এবং দীর্ঘদিন পলাতক ছিলেন।

রবিবার (৩১ আগস্ট) সকালবেলা মাধবী আবাসিক এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওমর ফিরোজকে আদালতের নির্দেশ মোতাবেক বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী স্ত্রী রায়হানা শারমিন গত ১৩ এপ্রিল খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতে মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামি ওমর ফিরোজ আত্মগোপনে ছিলেন।

রায়হানা শারমিন জানান, ২০১২ সালে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ওমর ফিরোজ। তার বাবা সিদ্দিকুর রহমান পরিবার থেকে টাকা দিয়ে তাকে বন্দর কর্তৃপক্ষে চাকরি পাইয়ে দিলেও নির্যাতনের মাত্রা কমেনি। এই অব্যাহত নিপীড়নের ফলে বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হন তিনি।

নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে রায়হানা বলেন, “আমি সহ্য করতে পারিনি, তাই মামলা করেছি। আমার মতো অনেক নারী নির্যাতনের শিকার, তাদের জন্যও ন্যায়বিচার চাই।”

এদিকে পুলিশের সূত্রে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর নজরদারির মাধ্যমে তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।

@bagerhat24.com